Notice

শ্রী শ্রী দূর্গাপূজা, ফাতেমা- ই- ইয়াজদাহম, শ্রী শ্রী লক্ষ্ণীপূজা এবং প্রবারণা পূর্ণিমা উপলক্ষে, অত্র কলেজ বন্ধ থাকবে। |     উচ্চ মাধ্যমিক বার্ষিক পরীক্ষা (২০২৩-২০২৪) শিক্ষাবর্ষের ফল প্রকাশ- ২০২৪ |     (২০২৪-২০২৫) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আইডি কার্ড( পরিচয়পত্র) বিতরণ সংক্রান্ত জরুরী নোটিশ। |     ১৫ ই আগস্ট ২০২৪ খ্রিঃ তারিখ সরকারি নির্দেশনা মোতাবেক কলেজ খোলা ও পাঠদান সংক্রান্ত জরুরী নোটিশ। |     আগামী ১৮ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখের চলমান উচ্চ- মাধ্যমিক পরীক্ষা স্হগিত ও কলেজ বন্ধ সংক্রান্ত জরুরী নোটিশ |     ২০২৪-২০২৫ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি |     পবিত্র ইদুল- আযহার ছুটি সংক্রান্ত নোটিশ |     আগামী ২২/০৫/২০২৪ খ্রিঃ রোজ বুধবার ‘‘বুদ্ধ পূর্ণিমা’’ উপলক্ষ্যে কলেজ ছুটির নোটিশ। |     ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে, আগামী ০৮ ই মে রোজ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হলো। |     (২০২৩-২০২৪) শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর অর্ধ- বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ বিজ্ঞপ্তি। |    

Notice

See more


About Us

Why We Are Better

প্রায় ৫ লক্ষ অধ্যাষিত জনপদের প্রাণকেন্দ্র, ১ম শ্রেণির রহনপুর পৌরসভার কেন্দ্রস্থলে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত গোমস্তাপুর উপজেলার মধ্যে একমাত্র নারী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান রহনপুর মহিলা কলেজ। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক তৈরির অন্যন্য প্রতিষ্ঠান হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে স্বীকৃত অত্র প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানটি গোমস্তাপুর উপজেলা তথা রহনপুরবাসীকে একটি বিশিষ্ট্য স্থানে অতিষ্ঠিত করেছে।

অধ্যক্ষের বাণী
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাধীন পূনর্ভবা নদীর তীরবর্তী ঐতিহাসিক ষাড়বুরুজ, রহনপুর গম্বুজ ও বরেন্দ্র অঞ্চলের প্রাণকেন্দ্র প্রথম শ্রেণির রহনপুর পৌরসভার কেন্দ্রস্হলে নারীদের উচ্চ শিক্ষার অনির্বাণ প্রদীপ জ্বালানোর সাধনায়, উদার মানসিকতা সম্পন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য সুধীজনের নিবিড় আন্তরিকতায় প্রায় পাঁচলক্ষ অধ্যাষিত জনপদের ১৯৯৪ খ্রিঃ প্রতিষ্ঠিত আমাদের প্রিয় রহনপুর মহিলা কলেজ। কলেজটি প্রতিষ্ঠালগ্নে যাদের শ্রম, মেধা এবং মননশীলতায় বর্তমানে কলেজটি সুবর্ন আলোয় আলোকিত হচ্ছে- সে সকল সম্মানিত মানুষগুলোকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং কৃতজ্ঞা জানাচ্ছি। অনেক ব্যক্তিসত্বা যখন একতাবদ্ধ হয়ে সমষ্টির সৃষ্টি করে তখন তাদের সম্মিলিত শক্তি জাতীয় জীবনে বিরাট অবদান রাখতে সক্ষম হয়। এমন সমবেত শক্তির প্রচেষ্টায় বর্তমানে কলেজটি নারী শিক্ষায় বেশ সুনাম অর্জন করেছে। অত্র কলেজে বর্তমানে এইচএসসি ও স্নাতক পাস (বিএ, বিএসএস ও বিএসসি) পর্যায় মিলে প্রায় ৮০০ জন শিক্ষার্থী অধ্যায়নরত। মাল্টিমিডিয়া ক্লাসরুম, আধুনিক ভৌত অবকাঠামোসহ, বিজ্ঞান গবেষনাগার, নিরাপদ ছাত্রী নিবাস, সুসজ্জিত লাইব্রেরি, উচ্চ মাধ্যমিক ও অনার্স পরীক্ষা কেন্দ্র, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে দীপ্ত পদচারনায় কলেজটির সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একুশ শতকের বিশ্ব সমাজ ব্যবস্থায় নারীদের ভূমিকা অত্যন্ত ব্যাপক। বিশ্বয়নের যুগে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট জেনারেশন হিসেবে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবদান রাখতে বদ্ধ পরিকর। কলেজটির সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।
কলেজের নামকরণঃ
০৪.০৩.১৯৯৪ খ্রিঃ সভায় কলেজটির নাম রাখা হয় “রহনপুর সৈয়দ মঞ্জুর হোসেন গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয়” এবং পরবর্তীতে ১৯.০৬.১৯৯৪ খ্রিঃ তারিখ অধিবেশনে কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় “রহনপুর সৈয়দ মঞ্জুর হোসেন কলেজ।” এর পর ০২.০১.১৯৯৫ খ্রিঃ তারিখে অধিবেশনে কলেজটির নাম পুনরায় পরিবর্তন করে “ রহনপুর মহিলা কলেজ “ নামে স্থায়ী হয়।

Learn More About Us From Video

বরেন্দ্র অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাধীন প্রায় পাঁচলক্ষ জনসংখ্যা অধ্যুষিত এলাকার এবং প্রথম শ্রেণির পৌরসভা রহনপুরের প্রাণকেন্দ্রের নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে উদার মানসিকতা সম্পন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য সুধীজনের নিবিড় আন্তরিকতায় ১৯৯৪ সালে রহনপুর মহিলা কলেজটি রহনপুর ম্যালেরিয়া নিবারণী ও স্বাস্থ্য সমবায় সমিতির নিকট ভাড়া নিয়ে এবং পরবর্তীতে উক্ত সমিতির স্থান ক্রয় করে কার্যক্রম চালু করে। তৎকালীন সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর অধীনে বিজ্ঞান ও মানবিক শাখায় কার্যক্রম চালু করা হয় এবং পরবর্তীতে ২০১২ সালে ব্যবসায় শিক্ষা শাখা চালু করা হয়। ২০০৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (পাস) বিএ ও বিএসএস এবং ২০১৩ সালে স্নাতক (পাস) বিএসসি শিক্ষা কার্যক্রম চালু করা হয়। কলেজ প্রতিষ্ঠার জন্য ১ম সভা অনুষ্ঠিত হয় ২০.০৭.১৯৯৩ খ্রিঃ উপজেলা নির্বাহী অফিস।


Watch More

Our Services

উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাস)

মুজিব কর্ণার


অধ্যক্ষ-মোঃ আজিজুর রহমান


উপাধ্যক্ষ-মোঃ আসলাম হোসেন


জরুরি হটলাইন নম্বর



Get In Touch With Us

Drop your email here to get latest updates from us.