চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলাধীন পূনর্ভবা নদীর তীরবর্তী ঐতিহাসিক ষাড়বুরুজ, রহনপুর গম্বুজ ও বরেন্দ্র অঞ্চলের প্রাণকেন্দ্র প্রথম শ্রেণির রহনপুর পৌরসভার কেন্দ্রস্হলে নারীদের উচ্চ শিক্ষার অনির্বাণ প্রদীপ জ্বালানোর সাধনায়, উদার মানসিকতা সম্পন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অন্যান্য সুধীজনের নিবিড় আন্তরিকতায় প্রায় পাঁচলক্ষ অধ্যাষিত জনপদের ১৯৯৪ খ্রিঃ প্রতিষ্ঠিত আমাদের প্রিয় রহনপুর মহিলা কলেজ। কলেজটি প্রতিষ্ঠালগ্নে যাদের শ্রম, মেধা এবং মননশীলতায় বর্তমানে কলেজটি সুবর্ন আলোয় আলোকিত হচ্ছে- সে সকল সম্মানিত মানুষগুলোকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং কৃতজ্ঞা জানাচ্ছি। অনেক ব্যক্তিসত্বা যখন একতাবদ্ধ হয়ে সমষ্টির সৃষ্টি করে তখন তাদের সম্মিলিত শক্তি জাতীয় জীবনে বিরাট অবদান রাখতে সক্ষম হয়। এমন সমবেত শক্তির প্রচেষ্টায় বর্তমানে কলেজটি নারী শিক্ষায় বেশ সুনাম অর্জন করেছে। অত্র কলেজে বর্তমানে এইচএসসি ও স্নাতক পাস (বিএ, বিএসএস ও বিএসসি) পর্যায় মিলে প্রায় ৮০০ জন শিক্ষার্থী অধ্যায়নরত। মাল্টিমিডিয়া ক্লাসরুম, আধুনিক ভৌত অবকাঠামোসহ, বিজ্ঞান গবেষনাগার, নিরাপদ ছাত্রী নিবাস, সুসজ্জিত লাইব্রেরি, উচ্চ মাধ্যমিক ও অনার্স পরীক্ষা কেন্দ্র, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে দীপ্ত পদচারনায় কলেজটির সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একুশ শতকের বিশ্ব সমাজ ব্যবস্থায় নারীদের ভূমিকা অত্যন্ত ব্যাপক। বিশ্বয়নের যুগে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট জেনারেশন হিসেবে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবদান রাখতে বদ্ধ পরিকর। কলেজটির সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।